Search
Close this search box.
Search
Close this search box.

যুক্তরাষ্ট্রকে কঠিন শিক্ষা দিতে প্রস্তুত উত্তর কোরিয়া

north-koreaউত্তর কোরিয়ার বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করলে যুক্তরাষ্ট্রকে কঠিন শিক্ষা দেয়ার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত কিমের দেশ। পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার ব্যাপারেও কোনো ধরনের সমঝোতা না করার বিষয়টি সোমবার আঞ্চলিক বৈঠকে সাফ জানিয়ে দিয়েছে উত্তর কোরিয়া।

উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রি ইয়ং-হো’র এক বিবৃতিকে উদ্ধৃত করে ফিলিপাইনের এক টেলিভিশনে সম্প্রচারিত সংবাদে বলা হয়, জাতিসংঘের নিষেধাজ্ঞার বিষয়টি আসলে কূটচাল। অথচ তাদের উচিত দৃঢ় অবস্থান নিয়ে ন্যায়বিচার করা। অর্থাৎ জাতিসংঘ তার কর্তৃত্বকে কলুষিত করেছে।

chardike-ad

উত্তর কোরিয়ার পক্ষ থেকে আরও বলা হচ্ছে, গত জুলাই মাসেই তারা আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র হামলা পরীক্ষায় সফল হয়েছে। এটাও প্রমাণ হয়েছে যে, পুরো যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র হামলার পরিসীমার ভিতরেই রয়েছে। আর এ কাজ তারা করেছে নিজেদের আত্মরক্ষার জন্যই।

সূত্র : রয়টার্স