Search
Close this search box.
Search
Close this search box.

গ‍্যালাক্সি জে৭ প্লাসের ছবি ফাঁস

galaxy-j7-plusদক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্ট স্যামসাং আরেকটি ফোন উন্মোচন করতে যাচ্ছে। প্রতিষ্ঠানটি গ‍্যালাক্সি জে৭ প্লাস নামের ফোনটির সম্পর্কে কোনো তথ‍্য না জানালেও চীনের সামাজিক যোগাযোগ মাধ‍্যম উইবোতে ফাঁস হয়েছে ফোনটির ছবি।

ফাঁস হওয়ার ছবিতে দেখা যায়, ডিভাইসটি পিছনে রয়েছে ডুয়েল ক‍্যামেরা সেটাআপ ও ফ্ল‍্যাশ। মূলত ডুয়েল ক‍্যামেরা ট্রেন্ডের সাথে তাল মিলিয়ে মিডরেঞ্জ ব‍্যবহারকারীদের লক্ষ‍্যে করেই ডিভাইসটি আনা হচ্ছে।

chardike-ad

উইবোতে ফাঁস হওয়ার তথ‍্যমতে, ৫.৫ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্ল থাকতে পারে ডিভাইসটিতে। যার রেজুলেশন হলো ১০৮০×১৯২০ পিক্সেল। ৪ জিবি র‍্যামের পাশাপাশি থাকতে পারে ৩২ জিবি ইন্টারনাল মেমোরি।

ছবি তোলার জন্য ডিভাইসটিতে থাকতে পারে ১৩ মেগাপিক্সেল ডুয়েল ক‍্যামেরা সেটাআপ। সেলফি তোলার জন্য থাকতে পারে ১৬ মেগাপিক্সেল ক‍্যামেরা। মেটাল বডি ডিভাইসটিতে ব‍্যাকআপ সুবিধা দিতে থাকতে পারে ৩ হাজার মিলিঅ‍্যাম্পিয়ার ব‍্যাটারি।

এটি হতে যাচ্ছে স্যামসাংয়ের জে৭ সিরিজের প্রথম ডুয়েল ক‍্যামেরার ফোন। এদিকে আরেক গুঞ্জনে শোনা যাচ্ছে স্যামসাংয়ের সি সিরিজের ডুয়েল ক‍্যামেরা ফোন নিয়ে কাজ করছে স্যামসাং। এখন অপেক্ষা স্যামসাং ভক্তদের সাশ্রয়ী দামে ডুয়েল ক‍্যামেরার ফোনের জন্য।