Search
Close this search box.
Search
Close this search box.

হাইড্রোজেন বোমা পরীক্ষার জবাবে ক্ষেপণাস্ত্রের মহড়া চালাল দক্ষিণ কোরিয়া

south-korea-missileউত্তর কোারিয়ার ষষ্ঠ এবং অত্যাধুনিক পরমাণু পরীক্ষার জবাবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মহড়া চালিয়েছে দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়োনহ্যাপ আজ (সোমবার) এ খবর দিয়েছে।

মহড়ায় হাইওমু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং এফ-১৫কে জঙ্গিবিমান ব্যবহার করেছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। ক্ষেপণাস্ত্র মহড়ায় কম্পিউটারের মাধ্যমে উত্তর কোরিয়ার পরমাণু পরীক্ষা কেন্দ্রে কল্পিত হামলা চালানোর অনুশীলন করা হয়।

chardike-ad

এরআগে রোববার উন্নত প্রযুক্তির একটি হাইড্রোজেন বোমার সফল পরীক্ষা ঘটায় উত্তর কোরিয়া। এতে উত্তর কোরিয়ার কিলজু প্রদেশে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়।

এ ঘটনায় কোরীয় উপদ্বীপে ব্যাপক উত্তেজনা দেখা দেয়। দেশটির নিরাপত্তা কাউন্সিলের জরুরি বৈঠক ডাকেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট।

এদিকে, এ ঘটনায় ব্যাপক প্রতিক্রিয়া দেখিয়েছে যুক্তরাষ্ট্র। বিষয়টি নিয়ে উত্তর কোরিয়াকে সমুচিত জবাব দেওয়ার কথা জানিয়েছে ওয়াশিংটন।