Search
Close this search box.
Search
Close this search box.

দ. কোরিয়ায় রফতানি বাড়ানোর সুযোগ রয়েছে – রাষ্ট্রদূত লি ইয়ন ইয়ং

সিউল, ৮ অক্টোবর ২০১৩:

দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি ইয়ন ইয়ং বলেছেন, কোরিয়া বাংলাদেশের সর্ববৃহৎ বিদেশী বিনিয়োগকারী। কোরিয়ার উদ্যোক্তারা এ দেশে প্রায় ১ লাখ ৮০ হাজার কর্মসংস্থান সৃষ্টি করেছে। কোরিয়া পৃথিবীর অন্যতম বৃহৎ আমদানিকারক দেশ হলেও বাংলাদেশ থেকে আমদানির পরিমাণ কম। প্রতিযোগীতামূলক বিশ্বে বাংলাদেশ মানবসম্পদ উন্নয়নসহ যথাযথ উদ্যোগ গ্রহণ করলে কোরিয়ায় বাংলাদেশের রফতানি বাণিজ্য কয়েক গুণ বাড়ানোর সুযোগ রয়েছে।

chardike-ad

26590_in_amb2মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (সিএমসিসিআই) আয়োজিত গতকাল সোমবার সকালে মতবিনিময় সভায় রাষ্ট্রদূত এ কথা বলেন। তিনি জানান, অবকাঠামো উন্নয়নের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি করে কোরিয়া দ্রুত প্রযুক্তিগত উন্নয়ন অব্যাহত রেখেছে। গত অর্থবছর বিশ্ববাজারে ১০ বিলিয়ন ডলারের সেলফোন রফতানি করেছে। কোরিয়ার প্রযুক্তিগত উন্নয়ন আগামী দিনগুলোয় অব্যাহত থাকবে আশাবাদ ব্যক্ত করে তিনি আরো বলেন, বাংলাদেশ তৈরি পোশাক খাতে বিশ্বের দ্বিতীয়। সাম্প্রতিক সময়ে রানা প্লাজা ধসের পরও খাতসংশ্লিষ্টদের ইতিবাচক মনোভাবের কারণে আগামী দিনে তৈরি পোশাকশিল্পের মাধ্যমে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে।

সিএমসিসিআই পরিচালক ও দৈনিক আজাদীর সম্পাদক এমএ মালেকের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পরিচালক মো. আবদুল আউয়াল, আমিনুজ্জামান ভূঁইয়া, এমএ মালেক, অধ্যাপক জাহাঙ্গীর চৌধুরী। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পিএইচপি গ্রুপের ভাইস চেয়ারম্যান মো. মহসিন, চট্টগ্রামে দক্ষিণ কোরিয়ার অনারারি কনস্যুলার মো. রিয়াদ আলী এবং কোরিয়ান হাইকমিশনের প্রথম সচিব ব্য জুন-হু। সূত্রঃ বণিকবার্তা