Search
Close this search box.
Search
Close this search box.

যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়েছে দাবানল

Fireযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের দক্ষিণে দাবানলের কারণে ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছে ১ লাখ ২০ হাজার বাসিন্দা। তীব্র মরু বাতাসের কারণে দাবানল দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে বলে ক্যালিফোর্নিয়ার কর্মকর্তারা জানিয়েছেন।

গত সোমবার ক্যালিফোর্নিয়ায় দাবানল শুরু হয়। আগুন প্রায় ৪৬৬ বর্গ কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়েছে। আগুনের কারণে বিধ্বস্ত হয়েছে ৪৩০টি বাড়ি। বিস্তীর্ণ এই অঞ্চলের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা ভেনতুরা জেলায়।

chardike-ad

ভেনতুরার অগ্নিনির্বাপন বাহিনীর প্রধান স্ট্যান জিগলার বলেছেন, ‘এটা বাতাসের পর আবার বাতাসের ঘটনা।’ পূর্বাঞ্চলের সান্তা আনাস এলাকা থেকে প্রবাহিত শুস্ক ও মরু বাতাস আগুনকে ছড়িয়ে দিচ্ছে বলে জানান তিনি।

অগ্নিনির্বাপন বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, দাবানল নিয়ন্ত্রণে আনতে আরো কয়েক সপ্তাহ সময় লাগতে পারে। কারণ বাতাসের তীব্রতার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে।

সানদিয়াগো জেলার দ্য লিলিয়াক ফায়ার এলাকায় বৃহস্পতিবার আগুন নতুন করে ছড়িয়ে পড়েছে। মাত্র কয়েক ঘন্টার মধ্যে ৪ হাজার ১০০ ভূমি আগুন গ্রাস করেছে। এর পরপরই আশেপাশের এলাকাগুলো নতুন করে খালি করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। দাবানলের কারণে ১৬টি জেলার স্কুল বন্ধ ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।