Search
Close this search box.
Search
Close this search box.

সিউলস্থ দূতাবাসে জাতীয় পরিচয়পত্র ও ভোটার নিবন্ধন করার সুযোগ

দক্ষিণ কোরিয়ায় প্রবাসীদের মধ্যে যারা এখনো জাতীয় পরিচয়পত্র করতে পারেননি কিংবা ভোটার নিবন্ধন করতে পারেননি তাদেরকে সিউলস্থ দূতাবাস থেকে জাতীয় পরিচয়পত্র এবং  ভোটার নিবন্ধন করার সুযোগ দেওয়া হবে। একটি বিজ্ঞপ্তির মাধ্যমে সিউলস্থ বাংলাদেশ দূতাবাস থেকে এই তথ্য জানানো হয়েছে।

chardike-ad

দক্ষিণ কোরিয়ার বাংলাদেশ দূতাবাস থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সংস্লিষ্ঠ দূতাবাসসমূহের মাধ্যমে প্রবাসী বাংলাদেশী নাগরিকদের জাতীয় পরিচয়পত্র এবং একই সাথে ভোটার হিসেবে নিবন্ধনের বিষয়টি বিবেচনা করছে। এ অবস্থায় দক্ষিণ কোরিয়া প্রবাসীদের মধ্যে এখনো যারা জাতীয় পরিচয়পত্র (নতুন এবং পুরাতন) এবং ভোটার নিবন্ধন করেন নি তাদেরকে অবিলম্বে তাদের নাম এবং পাসপোর্ট নাম্বার দূতাবাসকে অবহিত করার অনুরোধ জানানো হয়েছে।