Search
Close this search box.
Search
Close this search box.

দক্ষিণ কোরিয়ায় এক নম্বর জনপ্রিয় পেশা শিক্ষকতা

দক্ষিণ কোরিয়ার সবচেয়ে জনপ্রিয় পেশা শিক্ষকতা। দক্ষিণ কোরিয়ার শিক্ষা মন্ত্রণালয়ের এক জরিপ অনুযায়ী প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের কাছে পেশা হিসেবে এক নাম্বার স্থানে রয়েছে শিক্ষকতা। প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের ৫১ হাজার ৪৯৪ জন শিক্ষার্থীর উপর এ জরিপ চালানো হয়।

chardike-ad

প্রাথমিক স্তরের ছাত্রছাত্রীদের ৯.৫ শতাংশ শিক্ষক হতে আগ্রহী। এর পরেই স্থান ক্রীড়াবিদ (৯.১%), ডাক্তার (৬%), শেফ (৪%) এবং পুলিশের (৪.৮)।

মাধ্যমিক  স্তরের  ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষকতা পেশার জনপ্রিয়তা আরো বেশি। এই স্তরের ছাত্রছাত্রীদের ১২.৬ শতাংশই শিক্ষক হতে আগ্রহী। এরপরেই অবস্থানগুলোতে রয়েছে পুলিশ (৪.৮%), ডাক্তার (৪.৮%), ক্রীড়াবিদ (৩.৮%) এবং শেফ (৩.২%)।

অন্যদিকে উচ্চমাধ্যমিক স্তরের মধ্যেও এক নাম্বার জনপ্রিয় পেশা শিক্ষকতা (১১.১%)। এরপরের অবস্থানে রয়েছে নার্স (৪.৪%), পুলিশ (৩.৬%), মিলিটারী অফিসার (৩.১%) এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এবং গবেষক (২.৯%)।