Search
Close this search box.
Search
Close this search box.

বিদেশে কর্মী পাঠাতে অনিয়ম, ১০৬ এজেন্সির লাইসেন্স বাতিল

parliamentবিদেশে কর্মী পাঠানোর সময় অনিয়ম করায় ১০৬টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করা হয়েছে। অর্থদণ্ড দেয়াসহ বাজেয়াপ্ত করা হয়েছে এসব এজেন্সির জামানতও। ২০০৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত বিভিন্ন অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় অভিবাসী আইন অনুযায়ী এ ব্যবস্থা নেয়া হয়।

বুধবার জাতীয় সংসদে অনুষ্ঠিত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ তথ্য জানানো হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন। এতে অংশ নেন কমিটির সদস্য শাহাব উদ্দিন, ইসরাফিল আলম এবং মাহমুদ উস সামাদ চৌধুরী।

chardike-ad

বৈঠকে জানানো হয়, বহির্বিশ্বের চাহিদানুসারে জর্ডান, জাপান ও সৌদি আরবে প্রায় সম্পূর্ণ বিনা খরচে দক্ষ, স্বল্পদক্ষ কর্মী পাঠানো হচ্ছে। অন্যান্য সেক্টরের ন্যায় প্রবাসীদের কী পরিমাণ ইনসেনটিভ প্রদান করা যায়, সেবিষয়ে ব্যাংক ও অন্যান্য সংস্থার সঙ্গে আন্তঃমন্ত্রণালয় বৈঠক করে একটি প্রতিবেদন দিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়কে সুপারিশ করেছে কমিটি।

জাগো নিউজ এর সৌজন্যে