missileহামলা করতে ছুটে আসা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পরীক্ষায় আবারো ব্যর্থ হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। হাওয়াইয়ে এ পরীক্ষা চালানো হয়েছিল বলে প্রাথমিকভাবে খবর দিয়েছে মার্কিন নিউজ চ্যানেল সিএনএন।

হাওয়াইয়ের ‘প্রশান্ত মহাসাগরীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা কেন্দ্র’ থেকে একটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ‘এসএম-৩ ব্লক সেকেন্ডএ’ ছোঁড়া হয়েছিল। পরীক্ষার উদ্দেশ্যে ক্ষেপণাস্ত্র ছোঁড়ার কথা স্বীকার করলেও এটি ব্যর্থ হওয়ার খবর নিশ্চিত করতে অস্বীকার করেন মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সংস্থা বা এমডিএ মুখপাত্র ।

chardike-ad

এক বছরে এ নিয়ে দ্বিতীয় দফা আমেরিকার এ রকম পরীক্ষা ব্যর্থ হলো। গত বছরও একই পরীক্ষা ব্যর্থ হয়েছিল। ক্ষেপণাস্ত্র ছোঁড়ার পর তা লক্ষ্যবস্তুতে আঘাত হানার বদলে নিজে নিজেই ধ্বংস হয়ে গিয়েছিল।