Search
Close this search box.
Search
Close this search box.

আগামীকাল ইপিএস অনলাইন রেজিস্ট্রেশন

eps

আগামীকাল রবিবার সকাল ১০টা থেকে বহুল প্রতীক্ষিত ইপিএসের অনলাইন রেজিস্ট্রেশন শুরু হচ্ছে। প্রয়োজনীয় তথ্য দিয়ে রাত ১০টার মধ্যে রেজিস্ট্রেশন শেষ করতে হবে।

chardike-ad

বোয়েসেল থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, বোয়েসেলের ওয়েবসাইট www.boesl.org.bd অথবা eps.boesl.org.bd এ অনলাইনে এই রেজিস্ট্রেশন করতে হবে। ৮৪০০ জনের অধিক সংখ্যক প্রার্থী রেজিস্ট্রেশন করলে লটারীর মাধ্যমে ইপিএস পরীক্ষার মূল রেজিস্ট্রেশনের সুযোগ দেওয়া হবে। আগামী ৬ মার্চ দুপুর ২টায় লটারীর মাধ্যমে চূডান্ত প্রার্থী নির্বাচন করা হবে। নির্বাচিত প্রার্থীদের ৮ থেকে ১৫ মার্চের মধ্যে সশরীরে বোয়েসেলে উপস্থিত হয়ে চুড়ান্ত রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।

আবেদনের যোগ্যতা

১। কোরিয়ান ভাষায় দক্ষতাসম্পন্ন ও যাদের বয়স ১৮ থেকে ৩৯ বছর (৯ মার্চ ১৯৭৮ সাল থেকে ৮ মার্চ ২০০০ সালের মধ্যে)।

২। রাষ্ট্রীয় নির্দেশে কারাদন্ড বা কঠিন শাস্তি হয়নি।

৩। ইপিএস আওতায় দক্ষিণ কোরিয়া গমনের জন্য কোরীয় ইমিগ্রেশন কর্তৃক ভিসা বা সিসিভিআই রিজেক্ট হয়নি।

৪। পূর্বে দক্ষিণ কোরিয়ায় অবৈধভাবে অবস্থান করেনি, কোরিয়া হতে ফেরত পাঠানো হয়নি।

৫। দক্ষিণ কোরিয়া অবস্থানকালে যেকোন অপরাধে জেল বা শাস্তি ও জরিমানা প্রাপ্ত হয়নি।

৬। ই৯/১০ ভিসায় দক্ষিণ কোরিয়ায় সর্বমোট ৫ বছরের বেশি অবস্থান করেনি।

৭। যাদের উপর বিদেশ যাত্রায় সরকারের কোন নিষেধাজ্ঞা নেই।

৮। যাদের কালার ব্লাইন্ডনেস ও কালার উইকনেস নেই।

৯।  অনলাইন রেজিস্ট্রেশনের সময় মেশিন রিডেবল পাসপোর্ট অনুযায়ী পাসপোর্ট নম্বর, নাম, জন্মতারিখ ইনপুট এবং ছবিযুক্ত অংশের স্ক্যানকপি (৪৫-৬০ কেবি) আপলোড করতে হবে।