Search
Close this search box.
Search
Close this search box.

চীনে নতুন চিপ কারখানা চালু করতে যাচ্ছে স্যামসাং

স্যামসাং ইলেকট্রনিকস চলতি মাসের শেষ নাগাদ চীনের কারখানায় মেমোরি চিপ উৎপাদন শুরু করতে যাচ্ছে। এনএএনডি ফ্লাশ মেমোরি চিপের চাহিদা মেটাতে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্টটি চীনে এ কারখানাটি চালু করছে। গতকাল স্যামসাংয়ের এক মুখপাত্র এ তথ্য জানিয়েছেন। খবর রয়টার্স।

chardike-ad

গত আগস্টে স্যামসাং চীনের উত্তর-পশ্চিমের জিয়ান শহরে এনএএনডি ফ্লাশ মেমোরি চিপ উৎপাদন কারখানা নির্মাণের কথা জানায়। প্রতিষ্ঠানটি এ কারখানায় তিন বছরে ৭০০ কোটি ডলার বিনিয়োগ করবে বলে জানায়। স্যামসাংয়ের মুখপাত্র জানান, চলতি মাসের শেষের দিকে জিয়ান শহরে স্যামসাং আনুষ্ঠানিকভাবে এনএএনডি ফ্লাশ মেমোরি চিপ উৎপাদন শুরু করবে। তবে মুখপাত্র এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাননি।

বাজার গবেষণা প্রতিষ্ঠান ট্রেন্ডফোর্স জানায়, ২০১৭ সালের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে এনএএনডি থেকে স্যামসাং ৬১৭ কোটি ডলার রাজস্ব আয় করেছে, যা অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে ৯ দশমিক ৮ শতাংশ বেড়েছে। স্মার্টফোন ও সার্ভার উভয় বাজারে চিপের চাহিদা বেড়ে যাওয়ায় এর সরবরাহ ও মূল্য বেড়েছে।

বিশ্লেষকদের তথ্যমতে, মেমোরি চিপ বাজারে প্রবৃদ্ধির কারণে চলতি মাসের শুরু থেকে স্যামসাং ইলেকট্রনিকসের শেয়ার প্রায় ১৩ শতাংশ বেড়েছে। এর ফলে অন্যান্য মেমোরি চিপ নির্মাতাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

ডিবি ইনভেস্টমেন্ট অ্যান্ড সিকিউরিটিজের বিশ্লেষক কেওন সাং রাইয়াল বলেন, এনএএনডি ফ্লাশ চিপের সরবরাহ ও মূল্য প্রত্যাশার কাছাকাছি রয়েছে। তবে চলতি বছরের দ্বিতীয়ার্ধে চাহিদা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকায় সে সময়ে চিপ সরবরাহে সংকট দেখা দিতে পারে।