Search
Close this search box.
Search
Close this search box.

ঐক্যের কবিতা লিখে কারাগারে নারী কবি

nasimaঐক্যের কবিতা লিখে তিন বছরের জন্য কারাগারে যেতে হয়েছে স্বঘোষিত স্বাধীন দেশ সোমালিল্যান্ডের এক নারী কবিকে। বিচ্ছিন্নতা নয় বরং সোমালিয়ার সঙ্গে মিলে যাওয়ার অনুভূতি প্রকাশ করে কবিতা লেখায় নাসিমা কোরানি নামের ওই কবিকে এই দণ্ড দেওয়া হয়েছে।

গত জানুয়ারিতে সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে ঐক্যের কবিতা পাঠ করেছিলেন নাসিমা কোরানি। সেখান ফেরার পরেই তাকে গ্রেপ্তার করা হয়।

chardike-ad

সোমালিল্যান্ডের অধিকারকর্মীরা জানিয়েছেন, এর মাধ্যমে কবি কোরানি মৌলিক অধিকারের লঙ্ঘন হয়েছে।

ভয়াবহ গৃহযুদ্ধের পর ১৯৯১ সালে সোমালিয়ার উত্তর-পশ্চিমাংশ সোমালিল্যান্ড নাম নিয়ে মূল ভূখন্ড থেকে স্বাধীনতা ঘোষণা করে । তবে আন্তর্জাতিক সম্প্রদায় একে স্বীকৃতি দেয়নি। এই অঞ্চলের জনসংখ্যা প্রায় ৩৫ লাখ। স্বঘোষিতা এই প্রজাতন্ত্র গত ফেব্রুয়ারিতে সংযুক্ত্ আরব আমিরাতকে এর উপকূলীয় এলাকায় সামরিক ঘাঁটি নির্মানের অনুমতি দেয়।