Search
Close this search box.
Search
Close this search box.

উত্তর কোরিয়ার একটি পারমাণবিক কেন্দ্র ধসে পড়েছে

উত্তর কোরিয়া পারমাণবিক পরীক্ষা স্থগিত রেখেছে। চলতি সপ্তাহের শনিবার উত্তর কোরীয় নেতা কিম জং উন এ ঘোষণা দেন। এই ঘোষণার এক সপ্তাহ অতিক্রম না হতেই উত্তর কোরিয়ার একটি পারমাণবিক কেন্দ্র ধসে পড়েছে।

chardike-ad

উত্তর কোরিয়ার পুঙ্গি রি পারমাণবিক পরীক্ষা কেন্দ্রের একটি অংশ ধসে পড়ায় কেন্দ্রটি ব্যবহারের অনুপযোগী ঘোষণা দিয়েছে চীনা বিশেষজ্ঞরা।

বিবিসির খবর বলা হয়েছে, ২০০৬ সালের পর এই কেন্দ্র থেকে কমপক্ষে ছয়টি পারমাণবিক ক্ষেপনাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। গত বছরের সেপ্টেম্বর থেকে কয়েকটি পরাঘাত রেকর্ড করা হয়। এ পরাঘাতের কারণেই ধস হতে পারে বলা মনে করা হচ্ছে।

পুঙ্গি রি পরীক্ষা কেন্দ্রের অবস্থা উত্তর কোরিয়ার উত্তর পূর্ব পাহাড়ি অঞ্চলে। পাহাড়ের নিচে সুড়ঙ্গ খুড়ে খুড়ে এই পরীক্ষা চালানো হত। চীনা বিজ্ঞানীরা শংকা প্রকাশ করে বলছেন, ভবিষ্যতে এখানে আর কোনো পারবাণবিক পরীক্ষা চালানো সম্ভব হবে না। সেপ্টেম্বরে বড় ধরনের পারমাণবিক পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। তখনই ধারণা করা হচ্ছিল কোন ধরণের ধস হতে পারে।