Search
Close this search box.
Search
Close this search box.

দক্ষিণের সঙ্গে মিল রেখে ঘড়ির কাঁটা পরিবর্তন করল উত্তর কোরিয়া

korean-clockদক্ষিণ কোরিয়ার সঙ্গে সময়ের মিল করতে নিজেদের ঘড়ির কাঁটা পরিবর্তন করল উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএর খবরে বলা হয়, গত ২৭ এপ্রিলে দুই কোরিয়ার নেতাদের বৈঠকে দক্ষিণ কোরিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার সময়ের মিল করার ব্যাপারে সিদ্ধান্ত হয়।

সে অনুসারে শুক্রবার রাতে উত্তর কোরিয়ার সময় পরিবর্তন করা হয়। শুক্রবার রাত সাড়ে ১১টায় উত্তর কোরিয়ার ঘড়ির কাঁটা আধা ঘণ্টা এগিয়ে দক্ষিণ কোরিয়ার সঙ্গে মিল রেখে রাত ১২টা করা হয়।

chardike-ad

কেসিএনএ জানায়, এই সময় পরিবর্তন দুই কোরিয়ার পুনর্মিলনের ক্ষেত্রে প্রথম বাহ্যিক পদক্ষেপ। এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের সঙ্গে বৈঠক করতে একটি তারিখ বের করেছেন। তবে সেই তারিখটি ঠিক কবে তা স্পষ্ট করে বলেননি ট্রাম্প।

শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমরা একটি তারিখ ও একটি স্থান নির্ধারণ করেছি। অবিলম্বে আমরা তা ঘোষণা করব। আশা করছি, এ বৈঠক থেকে খুবই ভালো কিছু বেরিয়ে আসবে।’

উল্লেখ্য, আগামী ২২ মে হোয়াইট হাউসে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইনকে আতিথেয়তা দিতে যাচ্ছেন ট্রাম্প।

সূত্র: বিবিসি