Search
Close this search box.
Search
Close this search box.

কোটা বাতিলের প্রজ্ঞাপন শিগগিরই : মন্ত্রিপরিষদ সচিব

quoteসরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেছেন, শিগগিরই এই বিষয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে একথা বলেন তিনি।

কোটা সংস্কার বিষয়ে প্রজ্ঞাপন জারি করার জন্য আন্দোলনকারীদের বেঁধে দেওয়া সময়সীমা ছিল ৭মে পর্যন্ত। মন্ত্রিসভার বৈঠক বিষয়ে ব্রিফিংয়ের সময় এই বিষয়ে প্রশ্ন তোলেন সাংবাদিকরা। তার জবাবে একথা বলেন তিনি।

chardike-ad

মন্ত্রিপরিষদ সচিব বলেন, প্রধানমন্ত্রী দেশের বাইরে ছিলেন। কাজেই এ বিষয়ে কাজ খুব বেশি এগোয়নি। কত দিন লাগবে? জানতে চাইলে তিনি বলেন, কমিটি গঠন হয়নি। কমিটি বসবে তারপর।

কোটা সংস্কারের দাবি নিয়ে সারাদেশের শিক্ষার্থীরা ব্যাপক আন্দোলন গড়ে তোলে গতমাসে। সরকারি চাকরিতে কোটা ৫৬ শতাংশ থেকে ১০ শতাংশে নামিয়ে আনার দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের এক পর্যায়ে গত ১১ এপ্রিল প্রধানমন্ত্রী সংসদে কোটা বাতিলের ঘোষণা দেন। এরপর দ্রুত কোটা সংস্কার বিষয়ে প্রজ্ঞাপনের দাবি জানিয়ে আন্দোলন প্রত্যাহার করে আন্দোলনকারীরা।