Search
Close this search box.
Search
Close this search box.

একমাসে টেকনাফে সাড়ে ২২ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য উদ্ধার, আটক ২৪

Yabaকক্সবাজারের টেকনাফ বিজিবি’র অভিযানে গত ১ মে হতে ৩১ মে পর্যন্ত বিভিন্ন সময়ে টহল পরিচালনার মাধ্যমে সর্বমোট ২২ কোটি ৫৭ লাখ ৭৩ হাজার ১৩৫ টাকা মূল্যমানের ইয়াবা, অন্যান্য মাদকদ্রব্য আটক করা হয়েছে।

এর মধ্যে ইয়াবা উদ্ধারের পরিমাণ হচ্ছে ৭ লাখ ১৮ হাজার ৪৫৬ পিস। এ সংক্রান্ত ১২৫ টি মামলায় ২৪ জন পাচারকারীকে আটক করা হয়েছে। এছাড়া পলাতক রয়েছে ২ জন ।

chardike-ad

বর্ডার গার্ড ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মো. আছাদুজ্জামান চৌধুরী জানান, ৭ লাখ ১৮ হাজার ৪৫৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার মূল্য ২১ কোটি ৫৫ লাখ ৩৬ হাজার ৮শ টাকা। এর মধ্যে পাচারকারীসহ ২৪ হাজার ৩৫৬ পিস এবং মালিকবিহীন ৬ লাখ ৯৪ হাজার ১০০ পিস ইয়াবা পাওয়া যায়।

এছাড়া অন্যান্য মাদকের মধ্যে ১ হাজার ৮৪২ ক্যান বিয়ার, ৩৮০ বোতল বিদেশি মদ, চোলাই মদ ১৯০ লিটার, গাঁজা ৫০ গ্রাম ও ২৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করে বিজিবি সদস্যরা। উদ্ধারকৃত বিভিন্ন প্রকারের মাদকের মূল্য ১০ লাখ ৯৯ হাজার ২৭৫ টাকা। অন্যান্য চোরাইপণ্য উদ্ধারের মূল্য ৯১ লাখ ৩৭ হাজার ৬০ টাকা,মামলা-৫৮ আটক আসামি ১ জন বলে জানিয়েছেন তিনি।