এশিয়ায় স্মার্টফোন ব্যবহারের শীর্ষে দক্ষিণ কোরিয়া

এশিয়ায় স্মার্টফোন ব্যবহারের তালিকায় শীর্ষে দক্ষিণ কোরিয়া। দেশটির ৯৪ শতাংশ নাগরিকের স্মার্টফোন রয়েছে। গবেষণা প্রতিষ্ঠান  পিইডব্লিউ রিসার্চ সেন্টার দেশভিত্তিক স্মার্টফোন ব্যবহারকারীদের উপর গবেষণা করে একটি তালিকা প্রকাশ করেছে।

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে চীন। সেখানকার ৬৮ শতাংশ নাগরিক স্মার্টফোন ব্যবহার করে। এশিয়ার অর্থনীতির অন্যতম চালিকাশক্তি জাপানের ৫৯ শতাংশ নাগরিক স্মার্টফোন ব্যবহার করে।

পিইডব্লিউ রিসার্চ সেন্টার বলছে দক্ষিণ কোরিয়ার ৬৪ শতাংশ নাগরিক সোশ্যাল মিডিয়া ব্যবহার করে। কাছাকাছি অবস্থানে রয়েছে চীন। দেশটির ৬০ শতাংশ নাগরিক সোশ্যাল মিডিয়ায় সরব।

অন্যদিকে ভিয়েতনামের ৫৩ শতাংশ এবং ফিলিপাইনের ৪৯ শতাংশ এবং ভারতের ২০ শতাংশ নাগরিক সোশ্যাল মিডিয়া ব্যবহার করে থাকে।