আসছে গ্যালাক্সি নোট ৯, দাম পরবে কত?

note-9আগামী মাসে আসছে স্যামসাং গ্যালাক্সি নোট ৯। ডিভাইসটির স্পেসিফিকেশন ও দেখতে কেমন তা আগেই ফাঁস হয়েছে। এবার জানা গেছে তার দাম। ফোনটি নিয়ে অনেক আগ্রহ থাকলেও কজনের পকেটে তা উঠবে তা নিয়ে এখনো কিছু বলা যাচ্ছে না।

সদ্য ফাঁস হওয়া দুটি সূত্র থেকে জানা গেছে, স্যামসাং গ্যালাক্সি নোট ৯ এর দাম হতে পারে ৪ হাজার ২৯৯ পোলিশ জ্লোটি, যা এক হাজার ১৬০ ডলারের সমান। সম্ভবত ইউরোপের বাইরে ফোনটির দাম একটু কম হবে, তবে হাজার ডলারের নিচে বিক্রি হবার সম্ভাবনা নেই বললেই চলে।

এদিকে স্যামসাং ফোনটি উন্মোচনের দিন তারিখ ঠিক করেছে। আগস্টের ৯ তারিখ তা উন্মোচন করবে দক্ষিণ কোরিয় জায়ান্ট। কিন্তু পোলিশ এর সূত্রের মতে, ফোনটি বিক্রি শুরু হবে ২৪ আগস্ট, ৯ আগস্ট শুধু উন্মোচন করা হবে।

দেশের বাজারে ফোনটির মূল্য কত হবে জানা না গেলেও, ধারণা করা হচ্ছে ১ লাখ ২০ হাজার টাকার ওপরে হতে পারে। টেকশহর এর সৌজন্যে