Search
Close this search box.
Search
Close this search box.

গ্যালাক্সি সিরিজের নতুন ট্যাব আনছে স্যামসাং

Samsung-Galaxy-Tabট্যাবের বাজার মন্দা গেলেও নতুন আরেকটি ট্যাব আনতে যাচ্ছে স্যামসাং। ‘গ্যালাক্সি ট্যাব এ২’ নামে ডিভাইসটি চলতি বছর উন্মোচন হতে পারে। এ সম্পর্কে স্যামসাংয়ের পক্ষ থেকে কোন তথ্য জানানো হয়নি। তবে মার্কিন ফেডারেল কমিউনিকেশন্স কমিশনের (এফসিসি) মাধ্যমে জানা গেছে ট্যাবটির সম্পর্কে তথ্য ও ছবি।

সাশ্রয়ী মূল্যের ট্যাবটি ‘গ্যালাক্সি ট্যাব এস৪’ এর বিকল্প ডিভাইস হতে পারে। এতে থাকবে কম বেজেল এবং থাকবে না কোন হোম বাটন। ১০.৫ ইঞ্চি ডিসপ্ল সমৃদ্ধ ট্যাবটির রেজুলেশন হবে ১৯২০*১২০০ পিক্সেল। এতে থাকছে ওয়াইফাই, এলটিই এবং ইউএসবি সি চার্জিং পোর্ট।

chardike-ad

আগামী মাসে দক্ষিণ কোরিয়ার জায়ান্ট স্যামসাং উন্মোচন করতে পারে তাদের ফ্যাবলেট সিরিজে ডিভাইস গ্যালাক্সি এস৯। ধারণা করা হচ্ছে, একই ইভেন্টে গ্যালাক্সি ট্যাব এ২ এর ঘোষণা দেয়া হতে পারে। তবে ট্যাবটি মূল্য কত হবে, প্রসেসর ও স্টোরেজ কত থাকবে সে সম্পর্কে কোন তথ্য জানা যায়নি।