note-9বাজারে আসতে যাওয়া স্যামসাংয়ের গ্যালাক্সি নোট ৯ নিয়ে তথ্য ফাঁস হয়েছে অনলাইনে। নতুন ফোনটিতে যে ব্যাটারির ক্ষমতা বাড়ানো হবে তা নিয়ে আগে থেকেই গুঞ্জন চলছিল। এবার ব্রাজিলের ন্যাশনাল টেলিকমিউনিকেশন এজেন্সির লিক হওয়া ডকুমেন্টে জানা গেছে, গ্যালাক্সি নোট ৯ এ থাকবে ৪০০০ এমএএইচ ব্যাটারি।

ফোনটির ব্যাটারি কুইকচার্জ ৪.০ সমর্থন করবে। এছাড়াও, ফোনটি চার্জের জন্য থাকবে দ্রুতগতির ওয়্যারলেস চার্জার যার মডেল নম্বর হলো ইপি-এন৬১০০।

chardike-ad

ওয়্যারলেস চার্জারটি শুধু ফোনই নয়, বাজারে মুক্তির অপেক্ষায় থাকা গ্যালাক্সি ওয়াচও চার্জ করতে পারবে। দুটি ডিভাইস চার্জ করতেই এর ধারণ ক্ষমতা হবে ২৫ ওয়াট। ফোনটিতে প্রসেসর হিসেবে থাকবে স্ন্যাপড্রাগন ৮৪৫ বা এক্সিনস ৯৮১০ চিপ। ফোনটির সঙ্গে থাকবে ব্লুটুথ এস পেন।

গ্যালাক্সি ওয়াচ ও নোট ৯ সম্পর্কে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে ৯ আগস্ট। তখনই ডিভাইস দুটি সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

সৌজন্যে- টেক শহর