Search
Close this search box.
Search
Close this search box.

দক্ষিণ কোরিয়ার রাস্তায় উড়ে এল লক্ষ লক্ষ টাকা

দক্ষিণ কোরিয়ার দেগু শহরে যেন টাকার বৃষ্টি। রাস্তার বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে রয়েছে তোড়া তোড়া টাকার নোট। আর এই ‘টাকা-বৃষ্টির’ পিছনে পাওয়া গেল এক কোটিপতি মহিলাকে। ইচ্ছে হয়েছে বলে তিনি ১৫.৮ মিলিয়ন উওন (বাংলাদেশী টাকায় ১০ লাখ টাকার বেশি) ছড়িয়ে দেন তাঁর গাড়ি থেকে। চলন্ত গাড়ি থেকে রাস্তায় টাকা উড়িয়ে দেওয়ার ছবি ধরা পড়েছে ক্যামেরায়। আর তার পরেই ভিডিওটি ভাইরাল হয়েছে।

chardike-ad

কোরিয়াতে রাস্তায় পড়ে থাকা টাকা তুলে নেওয়াও একটি অপরাধ বলে ধরা হয়। তাই লোকজন লক্ষ লক্ষ টাকার নোট রাস্তায় পড়ে থাকতে দেখেও তা না তুলে পুলিশে খবর দেয়। পুলিশ এসে টাকার নোট রাস্তা থেকে উদ্ধার করে।

রাস্তায় বসানো সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছিল এই দৃশ্য। সেই ফুটেজ দেখে গাড়িটির নম্বর উদ্ধার করে পুলিশ। যোগাযোগ করা হয় গাড়ির মালিকের সঙ্গে। জানা যায় মহিলা লোকজনকে টাকা দিতে চেয়েছিলেন। তাই এই কাণ্ড ঘটিয়ে বসেছেন।sentbe BT

কিন্তু কেন এভাবে ‘সেবাকাজ’ করতে গেলেন সেই মহিলা সেই ব্যাপারে কোনও ব্যাখ্যা তাঁর কাছ থেকে পাওয়া যায়নি বলেই দক্ষিণ কোরিয়ার একটি সংবাদপত্র জানাচ্ছে। পুলিশ অবশ্য জানিয়েছে যদি সেই মহিলা চান তাহলে তিনি উড়িয়ে দেওয়া টাকা ফেরত পেতে পারেন থানা থেকে।