Search
Close this search box.
Search
Close this search box.

কিমকে ট্রাম্পের ধন্যবাদ

trump-kim
ফাইল ছবি

মার্কিন সেনাদের দেহাবশেষ ফেরত পাঠানোর ঘটনায় উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনকে ধন্যবাদ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেন, আমি কিমকে ধন্যবাদ দিতে চাই।

১৯৫০ থেকে ১৯৫৩ সাল পর্যন্ত চলা কোরীয় যুদ্ধে নিহত সেনাদের দেহাবশেষ ফেরত পাঠানোতে ওই সেনাদের পরিবারের লোকজনও সন্তুষ্ট।

chardike-ad

অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে চলতি বছরের জুনে সিঙ্গাপুরে ঐতিহাসিক বৈঠক করে ট্রাম্প এবং কিম জং উন। সেই সময় তারা যে বিষয়গুলো নিয়ে সমঝোতা করেছিলেন, মার্কিন সেনাদের দেহাবশেষ ফেরত পাঠানো ছিল সেগুলোর অন্যতম।

দেশে ফেরার পর সেনাদের পরিচয় নিশ্চিত করার জন্য ফরেনসিক পরীক্ষা করা হবে। এজন্য আরো একবছর সময় লাগতে পারে। ফলে আরো একবছর অপেক্ষা করতে হচ্ছে তাদের পরিবারকে।