korea-mosjidদক্ষিণ কোরিয়ার হোয়াসংসি সিটির নামিয়াং এলাকাতে অবস্থিত নামিয়াং মসজিদের শুভ উদ্বোধন হয়েছে। গত ৯ সেপ্টেম্বর মসজিদের উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন নামিয়াং মসজিদের সেক্রেটারি মোঃ আসাদুজ্জামান আসাদ এবং সভাপতিত্ব করেন মোঃ কিম কামাল।

পবিত্র কোরআন থেকে তেলোয়াতের মধ্যে দিয়ে উক্ত অনুষ্ঠান শুরু হয়। এর পর মনোমুগ্ধকর ইসলামী সংগীত পরিবেশন করেন নবাংকুর শিল্পী গোষ্ঠীর অন্যতম সদস্য এবং ২০১৮ সালের ইসো আয়োজিত ইন্টারন্যাশানাল ইসলামী সংগীত প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী মোঃ সুজন হাওলাদার।

chardike-ad

sentbe-adঅনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোরিয়া মুসলিম ফেডারেশনের সভাপতি এবং ইথেউয়ন মসজিদের ইমাম আবদুর রহমান লি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আনিয়াং আল-রাবিতা মসজিদের ইমাম ও খতিব আবদুর রহমান এবং আনসান মসজিদের ইমাম ও খতিব মমতাজুল হক।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, মসজিদের ইমাম মোঃ কামরুল ইসলাম, সাগাং মসজিদের ইমাম মনির হোসেন, আনিয়াং আল-রাবিতা মসজিদ পরিচালনা কমিটির সম্মানিত সদস্য যায়েদ হোসেন এবং সাইফুল ইসলাম শশি।

মোহাম্মদ আল আমিন, নামিয়াংজু থেকে।