Search
Close this search box.
Search
Close this search box.

প্রধানমন্ত্রীর নির্দেশে মুক্তি পেল ১৪২ আসামি

hasinaপ্রধানমন্ত্রীর নির্দেশে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে ১৪২ আসামিকে মুক্তি দেয়া হয়েছে। আজ রবিবার তাদের মুক্তি দেয়া হয়। লঘু অপরাধে বিভিন্ন মামলায় কারাগারে আটক আসামিরা তাদের অপরাধ স্বীকার করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সব আইনি প্রক্রিয়া শেষে তাদের মুক্তি দেয়া হয়েছে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

এই ১৪২ বন্দির মধ্যে মেট্রো আইনে, চুরি-ছিনতাইসহ বিভিন্ন মামলার আসামি রয়েছেন। আসামিরা আদালতে তাদের অপরাধ স্বীকার করায় প্রত্যেকে জামিনে মুক্তি পান। তাদের অনেকে মামলা থেকে অব্যাহতিও পেয়েছেন।

chardike-ad

সিলেট কেন্দ্রীয় কারাগারের জেল সুপার আব্দুল জলিল বলেন, লঘু অপরাধে কারাগারে থাকা হাজতিদের ব্যক্তি জীবনে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে ভোগান্তি পোহাতে হচ্ছে। তাদের আদালতে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়া হয়।

তিনি বলেন, নিজেদের দোষ স্বীকার করে অনেকে জামিন পেয়েছেন। এ ছাড়া অনেককে মামলা থেকে খালাস দেন আদালতের বিচারক। পর্যায়ক্রমে দেশের সব কারাগারে এই প্রক্রিয়া অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আইজি প্রিজন।