Search
Close this search box.
Search
Close this search box.

২০৩২ সাল নাগাদ ১৩ হাজার নতুন বিমান প্রয়োজন

সিউল, ১০ ফেব্রুয়ারি, ২০১৪:

এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য আগামী ২০ বছরে ১৯ ট্রিলিয়ন ডলার মূল্যের প্রায় ১৩ হাজার নতুন বিমান প্রয়োজন হবে। এ সময়ে এ অঞ্চলের সম্পদের পরিমাণ দ্রুত বেড়ে যাওয়ার কারণে বিমানে ভ্রমণের জন্য জ্বালানি চাহিদাও অনেক বেড়ে যাবে। সোমবার বোয়িং একথা জানায়।

chardike-ad

1545601_285405304941976_710349396_nসিঙ্গাপুর এয়ার শো’র প্রাক্কালে বিমান প্রস্তুতকারক এ মার্কিন কোম্পানি জানায়, ২০৩২ সাল নাগাদ অতিরিক্ত ১২ হাজার ৮২০টি বিমান প্রয়োজন হবে। একই সময় নাগাদ এ অঞ্চলে বিশ্বব্যাপী যাত্রী ও মালামাল পরিবহণ ৩৬ শতাংশ বেড়ে যাবে।

আগামী মঙ্গলবার সেখানে এ বিমান শো’ শুরু হওয়ার কথা রয়েছে। বোয়িংয়ের বিবৃতিতে বলা হয়, আগামী ২০ বছরে বিশ্বের বিমান চলাচল বৃদ্ধির প্রায় অর্ধেক এ অঞ্চল কেন্দ্রিক হবে।
বোয়িংয়ের মার্কেটিং বিষয়ক ভাইস প্রেসিডেন্ট র‌্যান্ডি টিনসেন জানান, কমদামে অনেক নতুন বিমান পাওয়া যাওয়ায় এবং আকাশপথে ভ্রমণের চাহিদা অনেক বাড়ার কারণে এ সময়ের মধ্যে বিমানের জ্বালানি চাহিদা অনেক বেড়ে যাবে।

ক্রমবর্ধমান অর্থনীতির দেশ চীন ও ভারতের মতো এ অঞ্চলের মধ্যম সারির দেশগুলোর দ্রুত প্রবৃদ্ধির সুবাদে বিমানে ভ্রমণের চাহিদা ক্রমেই বাড়ছে।