cosmetics-ad

সংসদ ভবনে সৈয়দ আশরাফের জানাজা সম্পন্ন

Ashraf
সংসদ ভবনে সৈয়দ আশরাফের জানাজা সম্পন্ন। ছবি-সংগৃহীত

আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের প্রথম জানাজা সম্পন্ন হয়েছে।

রোববার সকাল সাড়ে ১০টার পর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হয়।

এর আগে সকাল সাড়ে ৯টায় সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) হিমঘর থেকে লাশবাহী অ্যাম্বুলেন্স সংসদ ভবন চত্বরে আনা হয়।

সংসদ ভবনে জানাজা ও শ্রদ্ধা নিবেদন সৈয়দ আশরাফের মরদেহ কিশোরগঞ্জ ও ময়মনসিংহে নেয়া হবে।

সেখানে জানাজা শেষে আজই বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার রাতে ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তকাল করেন সৈয়দ আশরাফ (ইন্নালিল্লাহি…রাজিউন)। তিনি ফুঁসফুঁস ক্যানসারে ভুগছিলেন। শনিবার তার লাশ দেশে আনা হয়।