Search
Close this search box.
Search
Close this search box.

দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানালোকের প্রতীক : প্রধানমন্ত্রী

sheikh-hasina
ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাইকে জ্ঞানার্জনে ব্রতী হয়ে দেশ গঠনে আত্মনিয়োগের আহ্বান জানিয়েছেন। রবিবার হিন্দু সম্প্রদায়ের সরস্বতী পূজা উপলক্ষে তিনি শনিবার এক বাণীতে এই আহ্বান জানান।

পূজা উপলক্ষে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শেখ হাসিনা আরো বলেন, বিদ্যা, বাণী ও সুরের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানালোকের প্রতীক।

chardike-ad

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে রয়েছে সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের নিজ নিজ ধর্ম পালনের পূর্ণ স্বাধীনতা। আবহমানকাল ধরে এখানে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল ধর্মের মানুষ মিলেমিশে একত্রে বসবাস করে আসছেন। ধর্মীয় আচার অনুষ্ঠান নির্বিঘ্নে পালন করেছেন।

তিনি দৃঢ় আস্থা প্রকাশ করে বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। পারস্পরিক এ সম্প্রীতি সামনের দিনগুলোতে আরো সুদৃঢ় হবে।