সৌদি আরবে পাহাড় থেকে পড়ে আহাদ (২০) নামে প্রবাসী বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। দেশটিতে শুক্রবার দুপুরে এ দুঘর্টনা ঘটে। নিহত আহাদ ময়মনসিংহের গফরগাঁও উপজেলার খারুয়া বড়াইল গ্রামের মৃত চানু মিয়ার ছেলে।
গত ৯ মাস ধরে সৌদি আরবের একটি কোম্পানিতে রোড ক্লিনারের চাকররি করতেন তিনি। সৌদি সময় শুক্রবার দুপুরে মক্কার নূর জালালিয়া পাহাড়ে কাজ করার সময় প্রায় ৩০০ ফুট উঁচু থেকে পড়ে যান আহাদ। এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনি মারা যান।
এ খবরে সৌদি আরবে বাঙালি কমিউনিটি ও নিহতের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। কিশোর বয়সী আহাদ গত বছর জুলাই মাসে শ্রমিকের কাজ নিয়ে সৌদি আরব আসেন। আহাদের মা বিলকিছ বলেন, ‘ছেলের মৃত্যু সংবাদ পেয়েছে আহাদের সহকর্মীদের কাছ থেকে।’