Search
Close this search box.
Search
Close this search box.

salmaস্বামী সাগরের সঙ্গে লন্ডনের উদ্দেশ্যে দেশ ছাড়লেন সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমা। মঙ্গলবার রাতে লন্ডনের উদ্দেশ্যে দেশ ছাড়েন তিনি। যাওয়ার আগে সালমা বলেন, চলতি মাসের শুরুর দিকে দেশে আসে সাগর। সে আসার পর লন্ডনে যাওয়ার বিষয়টি ঠিক করি। ঈদ পর্যন্ত অন্তত সেখানে থাকবো। এরপর ঠিক করবো কবে আসবো দেশে।

সালমা আরো জানান, ‘চলতি মাসের শুরুর দিকে দেশে আসে সাগর। সে দেশের আসার পর লন্ডনে যাওয়া বিষয়টি ঠিক করি। ঈদের আগে আর দেশে আসছি না। এ সময়টাতে লন্ডনের বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করবো। তবে রোজার মধ্যে খুব একটা সম্ভব হবে না। এ সময়টাতে ইবাদত করতে হবে।’

তিনি আরো বলেন, ‘কোনো গানের কাজে যাচ্ছি না। তবে সেখানে গিয়ে যদি ভালো কোনো আয়োজনের প্রস্তাব পাই তাহলে গান করতেও পারি। তবে সেটা অবশ্যই ঈদ আয়োজনে। কবে ফিরবো এখনই ঠিক বলতে পারছি না। ঈদের পরে এ বিষয়ে সিদ্ধান্ত নেবো। বিয়ের পরে স্বামীর সঙ্গে এটিই আমার প্রথম লন্ডনযাত্রা।’

প্রসঙ্গত, ২০১১ সালে পারিবারিকভাবে দিনাজপুর-৬ আসনের সাবেক সংসদ সদস্য শিবলী সাদিককে বিয়ে করেন সালমা। শিবলী সংগীত পরিবারের ছেলে হলেও পিতার উত্তরসূরি হিসেবে রাজনীতিতে যুক্ত হন। ২০১২ সালে ১ জানুয়ারি তাদের সংসারে কন্যা সন্তান স্নেহার জন্ম। সাংসারিক দ্বন্দ্বের কারণে ২০১৬ সালের ২০ নভেম্বরে তাদের বিচ্ছেদ হয়। সালমার মেয়ে স্নেহা তার বাবা শিবলীর কাছে থাকে বলে জানা যায়।