Search
Close this search box.
Search
Close this search box.

প্রবাসীর স্ত্রীকে লাঠিপেটা, বিয়েপাগল সেই মোলাইম গ্রেফতার

female-tortureমৌলভীবাজারের কুলাউড়ায় ওমান প্রবাসীর স্ত্রী ও তিন সন্তানের জননীকে অর্ধনগ্ন করে লাঠিপেটার ঘটনায় জড়িত ‘বিয়েপাগল’ দুই স্ত্রীর স্বামী মোলাইম খানকে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার বরমচাল ইউনিয়নের কলিমাবাদ এলাকা থেকে তাকে আটক করা হয়। শনিবার তাকে মৌলভীবাজার কারাগারে প্রেরণ করা হয়েছে।

আগামীকাল রোববার আদালতের মাধ্যমে জিজ্ঞাসাবাদের জন্য তার বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড চাওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। আটক মোলাইম খান (৪৫) ছয় সন্তানের জনক ও উপজেলার বরমচাল ইউনিয়নের উজানপাড়া গ্রামের মৃত সরল খানের ছেলে।

chardike-ad

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বর্তমানে মোলাইম খানের ঘরে দুই স্ত্রী রয়েছে। সেখানে তার ছয় সন্তান। এছাড়া তিনি আরও দুই নারীকে বিয়ে করেছিলেন। পরে ওই দুই স্ত্রী তাকে ছেড়ে চলে যান। এলাকায় মোলাইম খানের একাধিক বিয়ে করার প্রবণতার ব্যাপারে ব্যাপক গুঞ্জন রয়েছে।

সর্বশেষ জালিয়াতির মাধ্যমে বিয়ের কাগজ তৈরি করে নিজেকে ওই প্রবাসীর স্ত্রীর স্বামী দাবি করেন তিনি। গত ১৩ মে প্রবাসীর বাড়িতে গিয়ে ওই নারীকে বেধড়ক লাঠিপেটা করেন মোলাইম। মারধরের ওই ঘটনাটি সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে ব্যাপক তোলপাড় শুরু হয়।

প্রবাসীর স্ত্রী কুলাউড়া থানায় মোলাইম খানকে আসামি করে একটি অভিযোগ দায়ের করেন। পুলিশ বিষয়টি মামলা হিসেবে গ্রহণ করেন এবং তাকে গ্রেফতারে তৎপরতা শুরু করেন। শুক্রবার গভীর রাতে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসানের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার বরমচাল ইউনিয়নের কলিমাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হন।

এ বিষয়ে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়ারদৌস হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে তাকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য আদালতের মাধ্যমে তার বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড চাওয়া হবে।