Search
Close this search box.
Search
Close this search box.

এক ভাষণে ২০টি মিথ্যা বললেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প

trumpমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেদেশের নর্থ ক্যারোলিনা অঙ্গরাজে দেয়া এক ভাষণে ২০ বার মিথ্যাচার করেছেন। মার্কিন নিউজ চ্যানেল সিএনএন গতকাল (শুক্রবার) এ খবর জানিয়ে বলেছে, নর্থ ক্যারোলিনায় বুধবার ট্রাম্প যে ভাষণ দিয়েছেন তা তার শাসনামলের দ্বিতীয় দীর্ঘতম বক্তৃতা। ৯০ মিনিটেরও বেশি সময় ধরে দেয়া ওই বক্তৃতায় ট্রাম্প মোট ২০টি মিথ্যা কথা বলেছেন।

মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিষয়াদিতে ট্রাম্পের মিথ্যাচার শনাক্ত করার জন্য ‘ফ্যাক্ট চেকার’ বা সত্য শনাক্তকরণ নামের একটি পেজ খুলেছে। সেখানে ট্রাম্পের মিথ্যাচার তুলে ধরে এ ব্যাপারে প্রকৃত সত্য তুলে ধরছে দৈনিকটি।

ওয়াশিংটন পোস্ট মার্কিন প্রেসিডেন্টের প্রতিদিনের বক্তব্য বিশ্লেষণ করে বলেছে, ডোনাল্ড ট্রাম্প প্রতি ২৪ ঘণ্টায় আটটি করে মিথ্যা কথা বলেন। মার্কিন প্রেসিডেন্টের মিথ্যাচার বিশ্লেষণ করে পর্যবেক্ষকরা বলছেন, আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভের ব্যাপারে মারাত্মক উদ্বেগের কারণেই ট্রাম্প একের পর এক মিথ্যাচার করে যাচ্ছেন।

ট্রাম্পের উল্টাপাল্টা ও অপ্রাসঙ্গিক কথাবার্তা, মিথ্যাচার ও শিষ্টাচার বহির্ভূত বক্তব্যের কারণে অনেক মার্কিন রাজনীতিবিদ বলছেন, ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা রাখেন না।