শনিবার । ডিসেম্বর ২০, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আন্তর্জাতিক ৯ জানুয়ারী ২০১৫, ১১:৫৮ পূর্বাহ্ন
শেয়ার

পরাজয় মেনে নিলেন রাজাপাকসে


Rajapaksa

শ্রীলঙ্কাকে দীর্ঘদিন নেতৃত্ব দিয়ে আসা মাহিন্দ রাজাপাকসে প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয় স্বীকার করে নিয়েছেন। শুক্রবার সকালে তার কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

প্রেসিডেন্টের কার্যালয় থেকে পাঠানো বিবৃতিতে বলা হয়, রাজাপাকসে ক্ষমতার স্বাভাবিক হস্তান্তরের কথা নিশ্চিত করেছেন। তিনি দেশের জনগণের প্রতি শুভেচ্ছা জানান।

এক দশকেরও বেশি সময় শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হিসেবে প্রতাপের সঙ্গে দায়িত্ব পালন করেন রাজাপাকসে। তবে সম্প্রতি তিনি তার সরকারের স্বাস্থ্যমন্ত্রী মাইথ্রিপালা সিরিসেনার কাছ থেকে অপ্রত্যাশিত চ্যালেঞ্জের মুখোমুখি হন।

গত দুইবারের মতো এবারও রাজাপাকসে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হবেন বলে অনেকেই ধারণা করেছিলেন। তার পরাজয়ে দেশে-বিদেশে অনেকেই ‘মনস্তাত্ত্বিক ধাক্কা’ খেয়েছেন।

২০০৯ সালে শ্রীলঙ্কায় গৃহযুদ্ধ অবসানের জন্য রাজাপাকসেকে অনেকেই কৃতিত্ব দিয়ে থাকেন।

তথ্যসূত্র : বিবিসি।