Search
Close this search box.
Search
Close this search box.

সাই’র জেন্টলম্যান নিয়ে বিতর্ক, নিষিদ্ধ করেছে কেবিএস

অনলাইন প্রতিবেদক, ২১ এপ্রিল, ২০১৩:

সাই’র জেন্টলম্যান নিয়ে কোরিয়াতে বিতর্ক শুরু হয়েছে। এই মিউজিক ভিডিওতে সাই’র আপত্তিকর ব্যবহারে ক্ষুদ্ধ হয়েছেন কোরিয়ার অনেক দর্শক। সাই’র মিউজিক ভিডিওর জন্য সিউল মেট্রোপলিটন পাবলিক লাইব্রেরীতে ভিডিও চিত্র ধারণ করা নিয়ে আপত্তি তুলেছেন লাইব্রেরীর একজন কাউন্সিলম্যান জং সে হোয়ান। তিনি অভিযোগ করেন এই ভিডিওর পর অনেক বিদেশী লাইব্রেরীতে গিয়ে ভিডিও অনুকরণ করে ছবি তুলতে পারেন বা ভিডিও করতে পারেন। তিনি কর্তৃপক্ষের কাছে একটি অভিযোগপত্রও দাখিল করেছেন।

chardike-ad
সাই'য়ের আপত্তিকর দৃশ্যগুলোর একটি

অন্যদিকে রাষ্ট্রীয় অর্থে পরিচালিত কেবিএস সরকারী সম্পত্তির মর্যাদাহানির অভিযোগ এনে জেন্টলম্যান নিষিদ্ধ করেছে। কেবিএস বলেছে সাই’র ভিডিও দৃশ্য তাদের নীতিমালা লংগন করেছে। এর মাধ্যমে সমাজে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে।

বিতর্ক স্বত্বেও সারাবিশ্বে জনপ্রিয়তা ধরে রেখেছে সাই’র জেন্টলম্যান। এই রিপোর্ট লেখা পর্যন্ত ১৭ কোটি ৮৬ লাখবারেরও বেশি দেখা হয়েছে ভিড়িওটি।