Search
Close this search box.
Search
Close this search box.

ফেরাউনের বিড়াল!

feraun-catবাতিল মনে করায় জঞ্জাল ফেলার ঝুড়িতে ঠাঁই হয়েছিল৷ কিন্তু, শেষ পর্যন্ত নিলামঘরে ব্রোঞ্জের তৈরি এই বিড়ালের মূর্তিই বিক্রি হলো ৫২ হাজার ব্রিটিশ পাউন্ডে৷

মূর্তিটি বিড়ালের৷ মিসরবিদরা অনুমান করছেন, এই মূর্তির বয়স অন্তত ২,৫০০ বছর৷ এই হিসেব অনুযায়ী সেই সময় মিনরের সিংহাসনে তখন ছিলেন ২৬তম বংশের ফেরাউন। আজ থেকে প্রায় ২,৮০০ বছর আগে থেকেই মিসরীয়রা অন্য অনেক জন্তুর মতোই বিড়ালেরও উপাসনা করতেন৷ বিড়াল দেবতার নাম ছিল ‘বাস্ত’ বা ‘বাস্তেত’৷

chardike-ad

নিলামে বিক্রি হওয়া এই মূর্তিটির কানে সোনার দুল পরানো ছিল৷ জানা যায়, লন্ডনে মিশরীয় প্রাচীন বস্তু বেচা-কেনা করার একটি সংস্থার অন্যতম প্রধান জনৈক ডগলাস লিডেলের কাছে এই মূর্তিটি ছিল৷ প্রাথমিকভাবে অনুমান করা হয়েছিল, মূর্তিটি নিলামে ৫,০০০ পাউন্ডে বিক্রি হতে পারে৷