Search
Close this search box.
Search
Close this search box.

মিয়ানমারে মুসলমানদের ধর্মীয় পোশাক নিষিদ্ধের দাবি

mayanmarমিয়ানমারের উগ্র বৌদ্ধ ধর্মগুরু অশিন ভিরাতু সে দেশের সরকারের মুসলিমবিরোধী নীতির প্রতি সমর্থন জানিয়েছেন। একই সঙ্গে তিনি ডেমোক্রেসি ফর ন্যাশনাল মুভমেন্ট পার্টিরও বিরোধিতা করেছেন। তিনি মুসলমানদের ধর্মীয় পোষাক এবং তাদের বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান পালন নিষিদ্ধ করার আহবান জানিয়েছেন।

মিয়ানমারের উগ্র বৌদ্ধ ধর্ম গুরু অশিন ভিরাতু ৮ নভেম্বর অনুষ্ঠেয় নির্বাচনে ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির প্রতি সমর্থন জানিয়ে দাবি করেছেন, অন সাং সুচির নেতৃত্বে ডেমোক্রেসি ফর ন্যাশনাল মুভমেন্ট পার্টির বিজয়ের সম্ভাবনা নেই।

chardike-ad

৪৮ বছর বয়সি এই উগ্র বৌদ্ধ ধর্ম গুরু মুসলিমবিরোধী অবমাননাকর বক্তব্য দেয়ার অপরাধে প্রায় ১০ বছর কারাভোগ করেছেন।

বলা হয় ২০১২ সালে মিয়ানমারে মুসলমানদের বিরুদ্ধে বৌদ্ধ ধর্মাবলম্বিরা যে সহিংসতা চালিয়ে আসছে তার পেছনে অশিন ভিরাতুসহ অন্য উগ্র বৌদ্ধ ধর্মগুরুদের ইন্ধন রয়েছে। মুসলিমবিরোধী দাঙ্গার ফলে এ পর্যন্ত হাজার হাজার নিরীহ মুসলমান নিহত এবং লাখ লাখ মানুষ শরণার্থীতে পরিণত হয়েছে।(রেডিও তেহরান)