Search
Close this search box.
Search
Close this search box.

পানির নিচে প্রথম রেস্টুরেন্ট বানাল ভারত

restaurent-under-woterভারতের আহমেদাবাদে পানির নিচে তৈরি হচ্ছে রেস্টুরেন্ট। এটিই হতে যাচ্ছে দেশটির ইতিহাসে পানির নিচে তৈরি প্রথম রেস্টুরেন্ট। আগামী ১ ফেব্রুয়ারি রেস্টুরেন্টটি দর্শকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

দ্য হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, ভারতের ইতিহাসে পানির নিচে প্রথম রেস্টরেন্টটি তৈরি করছেন আহমেদাবাদভিত্তিক ব্যবসায়ী ভরত ভাট। এই স্টেুরেন্টে একসঙ্গে ৩২ জন বসে খেতে পারা যাবে। এখানে ভারতীয়, থাই, চাইনিজ, মেক্সিকানসহ বিভিন্ন ধরনের রান্না পাওয়া যাবে। তবে সব খাবারই নিরামিষ।

chardike-ad

রেস্টুরেন্টটি তৈরি হচ্ছে মাটি থেকে ২০ ফুট নিচে। একটি সুড়ঙ্গের মধ্যে নির্মাণ করা হচ্ছে এটি। এর ডাইনিং স্পেসের আয়তন ১,২০০ বর্গফুট।রেস্টুরেন্টে খেতে খেতে প্রায় ৪০০০ প্রজাতির মাছ দেখতে পাওয়া যাবে।