Search
Close this search box.
Search
Close this search box.

সার্কে যাবে না বাংলাদেশসহ চার দেশ

saarc

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আগামী নভেম্বরে অনুষ্ঠেয় সার্ক সম্মেলন থেকে প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ভারত।

chardike-ad

জঙ্গি হামলায় ১৮ জন  সৈনিকের  মৃত্যুর পর কড়া অবস্থানের কথা ঘোষণা করেছিল ভারত।

জবাব দিতে কূটনীতিকেই হাতিয়ার করে দিল্লি। আর সেই পথেই অল আউট আক্রমণে ভারতের।

আজ মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতিতে জানিয়েছে, ‘সার্কের বর্তমান সভাপতি নেপালকে ভারত জানিয়েছে, এই অঞ্চলে ক্রমবর্ধমান আন্তসীমান্ত সন্ত্রাসী হামলা এবং সদস্য রাষ্ট্রগুলোর অভ্যন্তরীণ বিষয়ে একটি দেশের হস্তক্ষেপের ফলে এমন পরিবেশের সৃষ্টি হয়েছে, যা আগামী নভেম্বরে ইসলামাবাদে অনুষ্ঠেয় ১৯তম সার্ক সম্মেলনে যোগদানের পক্ষে সহায়ক নয়।’

বিবৃতিতে আরো বলা হয়, ‘বিদ্যমান পরিস্থিতিতে, ভারত সরকার ইসলামাবাদে প্রস্তাবিত সম্মেলনে যোগদান করতে অসমর্থ।’

ভারতের সরকারি বিভিন্ন সূত্র জানিয়েছে, বাংলাদেশ, আফগানিস্তান, ভুটানও এ সম্মেলন থেকে প্রত্যাহার করে নিয়েছে।

গত সপ্তাহে ভারতে নিযুক্ত আফগানিস্তানের রাষ্ট্রদূত জানিয়েছিলেন, ভারত ও সার্কের অন্য সদস্যদের নিয়ে তারা যৌথভাবে সম্মেলন প্রত্যাহারের ব্যাপারে চিন্তা করছেন।

সার্কের অন্য সদস্যদের মধ্যে রয়েছে শ্রীলঙ্কা ও মালদ্বীপ। নতুনবার্তা।