Search
Close this search box.
Search
Close this search box.

আমার আগের জীবনই ভালো ছিল: প্রেসিডেন্ট ট্রাম্প

চলতি বছরের ২০ জানুয়ারি শপথ নেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই হিসেবে প্রেসিডেন্ট পদে ১০০ দিন পার করছেন এ ধনকুবের। এর মাঝেই নিজের বর্তমান অবস্থা ও কাজ নিয়ে বিরক্ত তিনি! বলছেন, আগের জীবনই ভালো ছিল।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৭ এপ্রিল) হোয়াইট হাউসে বসে বার্তা সংস্থা রয়টার্সকে সাক্ষাতকার দেন ট্রাম্প। বিশ্ব রাজনীতি ও অর্থনীতির পাশাপাশি ব্যক্তি জীবন নিয়েও কথা বলেন ট্রাম্প। উঠে আসে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে তার প্রাপ্তি-অপ্রাপ্তির কথা।

chardike-ad

এখানেই তিনি বলেন, প্রেসিডেন্ট হওয়ার আগের জীবনটি বেশ ভালো ছিল। মাত্র ১০০ দিনেই তিনি ফেলে আসা সেই জীবনকে অনুভব করা শুরু করেছেন।

সাবেক এ রিয়েল এস্টেট ব্যবসায়ী ও টিভি শো উপস্থাপক বলেন, ‘আমার আগের লাইফস্টাইল বেশ ছিল। আমি খুব উপভোগ করতাম। আমার অনেক কাজ ছিল। আমি ভেবেছিলাম প্রেসিডেন্ট হলে আমার কাজ কমবে। কিন্তু এখন কাজের পাহাড়ে ডুবে থাকতে হয়।’

নিজের ফেলে আসা জীবনকে ভীষণ ভালোবাসেন বলে জানান ট্রাম্প। প্রতিনিয়ত ফেলে আসা সময়ের কথা মনে করেন তিনি। আর ট্রাম্পের এমন মনোভাব ও সহজ স্বীকারোক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনার ঝড় তুলেছে।

ব্রায়ান কাস নামের একজন টুইট করেন, ‘ট্রাম্প ভেবেছিলেন বিশ্বের সবচে কঠিনতম পদের (মার্কিন প্রেসিডেন্ট) কাজ একজন টিভি রিয়েলিটি শোর উপস্থাপকের চেয়ে সহজ! অবাক বিষয়।’

বার্থা মাসন জানতে চান, ‘আগের জীবনে ঠিক কতগুলো গলফ ম্যাচ খেলেছেন ট্রাম্প?’ প্রেসিডেন্ট হওয়ার পরে প্রায় প্রতি সপ্তাহান্তে ফ্লোরিডায় নিজের মালিকানাধীন বিলাসবহুল গলফ রিসোর্ট মার-এ-লাগোতে অবকাশ কাটাতে গিয়েছেন ট্রাম্প। এ বিষয়টি ইঙ্গিত করেই টুইট করেন বার্থা।

মারিস লওসন নামের একজন টুইটার বার্তায় বলেন, ‘চাইলে আপনি এখনই পদ ছেড়ে চলে যেতে পারেন। কেউ আপনাকে আটকাবে না। আপনার কাজের বিচার করবে না।’

তবে শুধু সমালোচনাই নয়, অনেকেই ট্রাম্পের সহজ স্বীকারোক্তির প্রশংসা করেছেন। পিট বুর্ড নামের একজন টুইট করেন, ‘আমি তার সততার প্রশংসা করি। যা মনে করেছেন, সেটাই বলেছেন। তিনিই প্রথম অরাজনৈতিক ব্যক্তি হিসেবে প্রেসিডেন্ট হয়েছেন। কিন্তু তার ওপর প্রত্যাশার পাহাড় চেপে বসেছে।’

সূত্র: বিবিসি