Search
Close this search box.
Search
Close this search box.

যুক্তরাষ্ট্রে করোনায় প্রাণ গেল আরও ৩ বাংলাদেশির

usa-bdকরোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে বুধবার (২০ মে) যুক্তরাষ্ট্রে আরও তিন বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। তারা নিউইয়র্ক, কানেকটিকাট এবং ক্যালিফোর্নিয়ার বাসিন্দা। এ নিয়ে করোনায় যুক্তরাষ্ট্রে ২২৭ প্রবাসী বাংলাদেশির মৃত্যু হলো।

এই তিন বাংলাদেশি হলেন-নিউইয়র্ক সিটির রিচমন্ডহিল এলাকার বাসিন্দা ও সিলেটের বিয়ানিবাজার উপজেলার পাতন গ্রামের হাজি ফইজউদ্দিন (৮২), কানেকটিকাট অঙ্গরাজ্যের প্রবাসী জাকির আহমেদ (৬৮) এবং নিউইয়র্কের জ্যামাইকার বাসিন্দা ও গাইবান্ধার সন্তান খন্দকার রেজাউল করিম রাজু (৪৬)।

chardike-ad

এদের মধ্যে ব্রঙ্কসের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ফইজউদ্দিন। করোনায় আক্রান্ত হয়ে এপ্রিলের প্রথম সপ্তাহে তার স্ত্রী নেহারুন্নেসাও মারা গেছেন। রেজাউল করিম রাজু মারা যান সানফ্রান্সিসকোর একটি হাসপাতালে।