Search
Close this search box.
Search
Close this search box.

২০১৮ সালের অস্কার আসর বসবে দক্ষিণ কোরিয়ায়

আসছে বছর মার্চের ৪ তারিখ দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত হচ্ছে যাচ্ছে ৯০তম অস্কার। শীতকালীন অলিম্পিকের সমাপ্তির পর পরই এটি অনুষ্ঠিত হবে। গত মঙ্গলবার এমন ঘোষণা এসেছে একাডেমি ও এবিসি টেলিভিশন নেটওয়ার্কের পক্ষ থেকে। গত ফেব্রুয়ারিতেই লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হলো ৮৯তম একাডেমিক অ্যাওয়ার্ড অনুষ্ঠান। এরই মধ্যে পরবর্তী একাডেমিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানের চূড়ান্ত তারিখ ও স্থানের নাম প্রকাশ করল এর কর্তৃপক্ষ।

chardike-ad

ঘোষণায় আরো জানানো হয়েছে, অস্কারের জন্য মনোনীত চলচ্চিত্রগুলোর নাম একাডেমি প্রকাশ করবে ২৩ জানুয়ারিতে। দক্ষিণ কোরিয়ার শীতকালীন অলিম্পিকের আসর বসতে যাচ্ছে আগামী বছর ফেব্রুয়ারির ২৫ তারিখে। এর আয়োজন শেষ হওয়ার পরই দেশটিতে শুরু হবে অস্কারের তোড়জোড়। একই সঙ্গে ৯১, ৯২ ও ৯৩তম অস্কারের তারিখও উন্মোচন করা হয়েছে ঘোষণাটিতে। ২০১৯ সালে ২৪ ফেব্রুয়ারি, ২০২০ সালে ২৩ ফেব্রুয়ারি ও ২০২১ সালের ২৮ ফেব্রুয়ারিতে আয়োজিত হতে হবে পরবর্তী তিনটি অস্কার।