Search
Close this search box.
Search
Close this search box.

আগামীকাল দক্ষিণ কোরিয়ার উইজংবুতে রথযাত্রা উৎসব

আগামীকাল দক্ষিণ কোরিয়ার খিয়ংগিদো প্রদেশের উইজংবুতে রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবার শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব ২০১৭ উপলক্ষে শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরে ৬ষ্ঠ বারের মত র‍্যালী অনুষ্ঠিত হতে যাচ্ছে। সিউলস্থ বাংলাদেশের রাষ্ট্রদূত জুলফিকার রহমান র‍্যালীর উদ্বোধন করবেন বলে জানিয়েছেন আয়োজকরা। উপস্থিত থাকবেন ঢাকার স্বামীবাগ ইস্কন মন্দিরের প্রধান পূজারী পুরোহিত শ্রী শ্যামানন্দ প্রভু। রথযাত্রায় সকল বাংলাদেশীদের আমন্ত্রণ জানানো হয়েছে।

chardike-ad

যেভাবে যাবেনঃ সিউল সাবওয়ে’র ১ নাম্বার লাইনের উইজংবু স্টেশন থেকে বের হয়ে ৭২, ৩৩ অথবা ১৩৮-১ থেকে ১৩৮-৮ নাম্বার বাসে ইয়াংসানকুল বাস স্টপেজে নেমে মেইন রোড পার হয়ে ৭ মিনিট উত্তর দিকে হাটলেই রাধাকৃষ্ণ মন্দির পাবেন।  বাসে উঠার সময় অবশ্যই সংউরি যাবে কি না জেনে উঠতে হবে। উৎসব সম্পর্কিত যেকোন বিষয় জানতে বাংলা, ইংরেজি, হিন্দি, কোরিয়ান এবং নেপালি ভাষায় কথা বলতে এই নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন 01022914432, 01038176163 01027529201,01026776835।