Search
Close this search box.
Search
Close this search box.

সুয়ারেজের কামড় প্রমাণিত, নিষিদ্ধ ৪ মাস

২৬ জুন ২০১৪:

উরুগুয়ের তারকা স্ট্রাইকার সুয়ারেজের ইতালির কিয়েল্লিনিকে কামড় দেওয়ার অভিযোগ প্রমাণিত হয়েছে। গ্রুপ ম্যাচে কামড় কান্ডের পর বিষয়টি নিয়ে তদন্তে নামে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। তদন্ত শেষে সুয়ারেজকে দোষী সাব্যস্ত করে ৪ মাসের জন্য নিষিদ্ধ করার পাশাপাশি ৬৬ হাজার পাউন্ড জরিমানা করা হয়েছে।

chardike-ad

pc-140624-suarez-chiellini-jsw-220p_fe65ad26028adbda0a64e55bd0f930b9এই ৪ মাসে সুয়ারেজ সব ধরনের ফুটবল কার্যক্রম থেকে বিরত থাকবেন। ফলে বিশ্বকাপে আর খেলতে পারবেন না সুয়ারেজ। এই সময়ের মধ্যে উরুগুইয়ান তারকা জাতীয় দলের হয়ে ৯টি ম্যাচ খেলতে পারবেন না। খেলতে পারবেন না ঘরোয়া লিগেও।

মাঝে মধ্যেই মেজাজ হারিয়ে ফেলা সুয়ারেজ প্রতিপক্ষের খেলোয়াড়কে আগেও কামডে দেওয়ার অভিযোগ ছিল।