
কাতারের আমীরের দেয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে সোমবার নয়, মঙ্গলবার দেশে ফিরবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সূচি অনুযায়ী, সোমবার স্থানীয় সময় বিকেল ৪টা ১০ মিনিটে লন্ডন থেকে দেশের উদ্দেশে রওনা হবেন তিনি। এরপর মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তার। খালেদা জিয়ার দুই পুত্রবধূ জুবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান তার সঙ্গে দেশে ফিরবেন।
ওদিকে শনিবার সন্ধ্যায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক ব্রিফিংয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছিলেন, সোমবার কাতারের আমীরের দেয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফিরছেন বেগম খালেদা জিয়া।
উল্লেখ্য, গত ৭ জানুয়ারি রাত পৌনে ১২টার দিকে উন্নত চিকিৎসার জন্য কাতারের আমীরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়া হয়। সাবেক এই প্রধানমন্ত্রী লন্ডন ক্লিনিকে ভর্তি হন এবং সেখানে ১৭ দিন চিকিৎসা নেন। এরপর গত ২৫ জানুয়ারি থেকে তিনি তারেক রহমানের বাসভবনে থেকে চিকিৎসা নিচ্ছিলেন।




































