
বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত চিটাগাং ড্রাই ডক লিমিটেডের (সিডিডিএল) অধীনে যাত্রা শুরু করেছে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি)। এর মধ্য দিয়ে দীর্ঘ দেড় যুগ পর বিদায় নিল সাইফ পাওয়ারটেক লিমিটেড। গতকাল রোববার (৬ জুলাই) ছিল সাইফ পাওয়ারটেক লিমিটেডের সঙ্গে বন্দরের সবশেষ চুক্তির শেষ দিন। ফলে প্রায় দেড় যুগ ধরে এনসিটিতে একচেটিয়া প্রভাব বিস্তারকারী প্রতিষ্ঠানের অধ্যায়ের শেষ হলো।
সোমবার (৭ জুলাই) থেকে বন্দর ও ড্রাইডক কর্তৃপক্ষ এনসিটির দায়িত্ব বুঝে নিয়েছে। রোববার (৬ জুলাই) রাত ১২টা ১ মিনিটে এনসিটি’র নতুন পরিচালনার নিয়ন্ত্রণ বুঝে নেন ড্রাইডক কর্তৃপক্ষ।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নতুন করে আর সাইফ পাওয়ারটেক লিমিটেডের সঙ্গে চুক্তি নবায়ন করেনি। এর মধ্য দিয়ে শুরু হলো বন্দরের এই গুরুত্বপূর্ণ টার্মিনালে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে পরিচালনার নতুন অধ্যায়।
সিডিডিএল-এর তত্ত্বাবধানে এনসিটি’র পরিচালনা শুরুর বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক বলেন, চট্টগ্রাম ড্রাইডকের সঙ্গে ছয় মাসের জন্য চুক্তি অনুমোদন করেছে বন্দরের বোর্ড। আজ সোমবার থেকে সেটি কার্যকর হয়েছে। একইসঙ্গে সাইফ পাওয়ারটেক আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেছে।
সূত্র জানায়, শুরুতে পরিকল্পনা ছিল, বন্দর কর্তৃপক্ষ নিজেরাই টার্মিনালটি পরিচালনা করবে। তবে পরে সরকারের আগ্রহে নৌবাহিনীর অধীনস্থ কোনো সংস্থার হাতে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত হয়। আইনি জটিলতার কারণে সরাসরি নৌবাহিনী নয়, বরং তাদের নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান চট্টগ্রাম ড্রাইডক লিমিটেডকে এনসিটি’র দায়িত্ব দেওয়া হয়।







































