বুধবার । ডিসেম্বর ১৭, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ১৬ জুলাই ২০২৫, ৮:১৯ পূর্বাহ্ন
শেয়ার

ইসরায়েলের হামলায় আরো ৬১ ফিলিস্তিনি নিহত


অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় আরও ৬১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুইজন ছিলেন ত্রাণপ্রার্থী। আলজাজিরার এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

মঙ্গলবার উত্তর গাজার শাতি শরণার্থী শিবিরে চালানো বিমান হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ২৩ জন। এতে আহত হয়েছেন বহু মানুষ। একই দিন দক্ষিণ গাজায় যুক্তরাষ্ট্র-সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ) একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে গুলি চালায় ইসরায়েলি বাহিনী। এতে নিহত হন দুই ফিলিস্তিনি নারী, আহত হন আরও অন্তত ৩০ জন।

জিএইচএফের দেওয়া তথ্য অনুযায়ী, তাদের ত্রাণ সংগ্রহের সময় ইসরায়েলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত ৮৭৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

এদিকে, উত্তর গাজায় সকাল থেকেই ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ১৮ জন নিহত হওয়ার কথা জানিয়েছে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স।

অন্যদিকে, যুদ্ধপীড়িত গাজায় শিশুদের মধ্যে অপুষ্টির হার আশঙ্কাজনক হারে বাড়ছে বলে সতর্ক করেছে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা ইউএনআরডাব্লিউএ। সংস্থাটির মতে, অব্যাহত অবরোধ, খাদ্য সংকট ও স্বাস্থ্যসেবার অভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে স্থানীয় জনগণ, বিশেষ করে শিশু ও নারী।