বুধবার । ডিসেম্বর ১৭, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ১৬ জুলাই ২০২৫, ৮:৪২ অপরাহ্ন
শেয়ার

সিরিয়ার সেনা সদর দপ্তরে ইসরায়েলের হামলা


syriaসিরিয়ার সেনা সদরদপ্তরে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। বুধবার (১৬ জুলাই) রাজধানী দামেস্কের কেন্দ্রস্থলে অবস্থিত সামরিক সদরদপ্তর লক্ষ্য করে এ হামলা চালানো হয়, যা পুরো শহরকে নাড়িয়ে দেয়।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সেনা সদরদপ্তরটি প্রেসিডেন্ট প্রাসাদের নিকটবর্তী এলাকায় অবস্থিত।

সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় সুয়েইদা শহরে কয়েকদিন ধরে দ্রুজ ও বেদুঈন জাতিগোষ্ঠীর মধ্যে তীব্র সংঘর্ষ চলছিল। সংঘর্ষ থামাতে শহরটিতে প্রবেশ করে সিরীয় সেনাবাহিনী, সঙ্গে নিয়ে আসে ট্যাংকসহ ভারী অস্ত্রশস্ত্র।

এই পরিস্থিতিতে ইসরায়েল হুঁশিয়ারি দেয়—সিরীয় বাহিনীকে সুয়েইদা থেকে সরে যেতে হবে। তাদের অভিযোগ, সরকারপন্থী বাহিনী দ্রুজ সম্প্রদায়ের ওপর দমন-পীড়ন চালাচ্ছে। এই অভিযোগকে কেন্দ্র করেই ইসরায়েল হামলা চালায় সেনা সদরদপ্তরে।

উল্লেখ্য, দ্রুজ সম্প্রদায়ের অনেকে বর্তমানে ইসরায়েল অধিকৃত সিরীয় ভূখণ্ডে বসবাস করছেন।

প্রত্যক্ষদর্শীদের মতে, বুধবারের হামলায় প্রথমে ছোট পরিসরে আঘাত হানা হয়, পরে তা ভয়াবহ বোমা হামলায় রূপ নেয়।

এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে তুরস্ক। দেশটির দাবি, বাশার আল-আসাদের পতনের পর সিরিয়ায় শান্তির যে সম্ভাবনা তৈরি হয়েছিল, ইসরায়েল তা ধ্বংস করে দিচ্ছে।

প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরে বিদ্রোহীদের সহায়তায় বাশার আল-আসাদের সরকার পতন ঘটে এবং আহমেদ আল-শারার অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসে। এরপর পশ্চিমা দেশগুলোর সঙ্গে সিরিয়ার সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা শুরু হয় এবং যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা শিথিল করে। এমনকি ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের সম্ভাবনাও তৈরি হয়েছিল। তবে এর মধ্যেই ইসরায়েল সেনা সদরদপ্তরে এই হামলা চালাল।

আলজাজিরার বরাতে বলা হয়, এই হামলার জবাবে সিরিয়ার প্রতিক্রিয়া সীমিত থাকবে। কারণ বর্তমানে দেশটির পক্ষে সরাসরি পাল্টা আঘাত হানা সম্ভব নয়। তারা কেবল মিত্র দেশগুলোর মাধ্যমে আন্তর্জাতিক চাপ তৈরি করার চেষ্টা করতে পারে।