বুধবার । ডিসেম্বর ১৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ২ অগাস্ট ২০২৫, ৮:৩৫ অপরাহ্ন
শেয়ার

জুলাই সনদের ভিত্তিতেই আগামী নির্বাচন হতে হবে: নাহিদ ইসলাম



আগামী ৫ আগস্টের মধ্যে সরকারের ‘জুলাই ঘোষণাপত্র’ দেওয়ার ঘোষণাকে স্বাগত জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তবে এই ঘোষণার পাশাপাশি একই সময়ের মধ্যে ‘জুলাই সনদ’ প্রদানের দাবিও জানিয়েছে দলটি।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “আমরা বলেছি, জুলাই সনদের আইনি ভিত্তি থাকতে হবে। এই সনদের ভিত্তিতেই আগামী নির্বাচন হতে হবে এবং এই সরকারের মেয়াদকালেই সনদ কার্যকর করতে হবে।”

শনিবার (২ আগস্ট) বিকেলে রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, জুলাই ঘোষণাপত্র অবশ্যই সংবিধানের প্রস্তাবনা ও তফসিলে অন্তর্ভুক্ত করে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। পাশাপাশি জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতির সুরাহা করে সব রাজনৈতিক দলের স্বাক্ষরে তা চূড়ান্ত করতে হবে।

নাহিদ ইসলাম অভিযোগ করেন, ‘ঐক্যমত্য কমিশন’ এখনো “নোট অব ডিসেন্ট”-এর বিষয়গুলো নিরসন করেনি। এ প্রসঙ্গে তিনি বলেন, “৫ আগস্টের মধ্যে এই সমস্যা সমাধান না হলে গণআস্থার সংকট তৈরি হবে।”

নাহিদ ইসলাম জানান, গত বছরের ৩ আগস্ট এক দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে যে পদযাত্রা শুরু হয়েছিল, আগামীকাল রোববার (৪ আগস্ট) সেখানে একটি সমাবেশের মাধ্যমে তার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে। এই সমাবেশ থেকেই ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ পাঠ করা হবে। এতে এনসিপি ভবিষ্যৎ কর্মসূচি এবং রাষ্ট্রের রূপরেখা তুলে ধরবে।

সমাবেশটি বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে। এ সময় এনসিপি আহ্বায়ক নেতাকর্মীসহ দেশবাসীকে ঐতিহাসিক এই সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানান।

সমাবেশের বিষয়ে নাহিদ ইসলাম বলেন, “একই দিন এইচএসসি পরীক্ষা থাকায় এবং ছাত্রদলের কর্মসূচি শাহবাগে স্থানান্তর করায় আমরা কৃতজ্ঞ। দুই বড় কর্মসূচির কারণে কিছু ভোগান্তি হতে পারে। এজন্য আগাম দুঃখ প্রকাশ করছি। তবে ৩ আগস্টের ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় এই দিনেই আমাদের সমাবেশ করতে হচ্ছে।”

সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “গত এক বছরে জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার পূর্ণতা ঘটেনি। তবে জুলাই সনদ সেই আকাঙ্ক্ষার আংশিক পূরণ করবে। গণতান্ত্রিক সংস্কারের পথে যাত্রা শুরু হয়েছে, তবে অর্থনীতি, কর্মসংস্থান, ও জীবনমানের পরিবর্তন নিয়ে কাজ করার মতো সময় পাওয়া যায়নি। এনসিপি সেই কাজগুলো এগিয়ে নিতে জন্ম নিয়েছে।”

জুলাই গণআন্দোলনের নামে কেউ যদি অপকর্মে জড়ায় বা দলের নাম ব্যবহার করে সুবিধা নিতে চায়, তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও জানান তিনি। প্রশাসনকেও এ বিষয়ে কঠোর হওয়ার আহ্বান জানান নাহিদ ইসলাম।

আগামীকাল ৩ আগস্টের সমাবেশ উপলক্ষে শহীদ মিনারে আজই মঞ্চ প্রস্তুত করা হয়েছে। মূলত এক দফা ঘোষণার বর্ষপূর্তি এবং পদযাত্রার সমাপ্তির বার্তা দিতে এই আয়োজন।

দলটির পক্ষ থেকে জানানো হয়, সারাদেশ থেকে প্রায় এক লাখ নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণ আশা করা হচ্ছে। রাজধানী ও আশপাশের এলাকা থেকে আগতদের জন্য সকাল থেকেই বাসের ব্যবস্থা থাকবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ প্রমুখ।