বুধবার । ডিসেম্বর ১৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ২ অগাস্ট ২০২৫, ৯:৫৭ অপরাহ্ন
শেয়ার

নারীদের ধ্বংস করা হচ্ছে বলে রাজনীতি ছাড়ার ঘোষণা বৈষম্যবিরোধী নেত্রী লিজার



বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের সাবেক মুখপাত্র ফাতেমা খানম লিজা রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। শুক্রবার রাতে এক ফেসবুক লাইভে এসে তিনি বলেন, “আমি আর কখনো রাজনীতির সঙ্গে যুক্ত থাকব না।”

লাইভে লিজা জানান, চট্টগ্রামে যাদের সঙ্গে আমরা ‘জুলাই আন্দোলন’ করেছি, তারাই এখন নারীদের নিয়ে নানা ধরণের ন্যারেটিভ তৈরি করছেন, তাদের ধ্বংস করার চেষ্টা করছেন। এগুলো মেনে নেওয়া যায় না।

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমাদের লড়াই হওয়ার কথা ছিল ছাত্রলীগ আর ফ্যাসিজমের বিরুদ্ধে। কিন্তু এখন নিজের মানুষদের বিরুদ্ধেই লড়তে হচ্ছে। নিজের লোকদের সঙ্গে লড়াই কোনোদিন সম্ভব না।”

তার অভিযোগ, জুলাই আন্দোলনে নারীরা যখন সামাজিকভাবে হেনস্তার শিকার হচ্ছিলেন, তখন চট্টগ্রামের পুরুষ নেতৃত্ব একবারও পাশে দাঁড়ায়নি।

শনিবার বিকেলে আরেকটি ফেসবুক পোস্টে লিজা লিখেছেন, “এই শহরে (চট্টগ্রাম) কোনো নারী রাজনীতিতে আসতে চাইলে আমি জানি না তার ভাগ্যে কী আছে। তাকে দলীয় প্রতিপক্ষের চেয়ে নিজের সহযোদ্ধাদের কাছ থেকেই বেশি অপমান, ষড়যন্ত্রের শিকার হতে হতে হয়—এটা আমি অজস্রবার অনুভব করেছি।”

তিনি আরও বলেন, “যখন একজন নারী সমস্ত ভয়, নিরাপত্তাহীনতা আর সামাজিক বাধা অতিক্রম করে রাজনীতিতে আসে, তখন দলীয় ভাইয়েরাই তাকে ছোট করে, কুৎসা রটায়। তখন সেখানে আর রাজনীতি করার পরিবেশ থাকে না। এটাই সবচেয়ে বেদনাদায়ক।”

উল্লেখ্য, গত ১৬ মে মাদক সেবন ও অনিয়ন্ত্রিত জীবনযাপনের অভিযোগে লিজাকে সংগঠন থেকে বহিষ্কার করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তবে তিনি সে অভিযোগ চ্যালেঞ্জ করলে, ২৫ মে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।