
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেছেন, “আমরা আর মুজিববাদী সংবিধানকে মেনে নিতে পারি না। আজ এই শহীদ মিনার থেকে সেই সংবিধানের অবসান ও নতুন সংবিধানের দাবি জানাতে এসেছি।”
রোববার (৩ আগস্ট) বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণার সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।
সারজিস বলেন, বাহাত্তরের সংবিধান আসলে একটি দলের আদর্শিক দলিল ছিল, যেটা আরেকটা দেশ থেকে পাস হয়ে এসেছিল। সেই মুজিববাদী সংবিধানের ছায়াতলে বাংলাদেশের জনগণ তাদের অধিকার পায়নি। আমরা স্পষ্ট করে বলছি, এই সংবিধানের ছায়ায় নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়।
তিনি অভিযোগ করে বলেন, ২৩ বছর পাকিস্তানি শাসনের মধ্যে থেকেও আমরা অধিকার পাইনি। আর স্বাধীনতার ৫৪ বছর পরেও সেই অধিকার অধরাই থেকে গেছে। আজও বৈষম্য, দমন-পীড়ন আর বিচারহীনতার সংস্কৃতি চলছে।
পূর্ববর্তী আন্দোলনের প্রসঙ্গ তুলে সারজিস আলম বলেন, এক বছর আগে এই শহীদ মিনারে দাঁড়িয়ে আমরা হাসিনা সরকারের পতনের ডাক দিয়েছিলাম। সেদিন যারা ছিলেন, তাদের অনেকে আজ শহীদ। আমরা তাদের হত্যার বিচার চাই। শহীদদের পরিবার পুনর্বাসন, আহত যোদ্ধাদের চিকিৎসা ও মৌলিক সংস্কারের দাবি নিয়ে আমরা আবারও একত্র হয়েছি।
তিনি আরও বলেন, “আমাদের আন্দোলন কেবল নির্বাচন বা ২০২৪ সালকে ঘিরে নয়। আমরা বিডিআর বিদ্রোহের নেপথ্যে যারা জড়িত ছিল তাদের বিচার চাই। ২০১৩ সালের শাপলা চত্বরে যারা নির্মম হত্যাকাণ্ড চালিয়েছে, তাদের বিচার চাই। আমরা এ দেশকে জঙ্গিবাদমুক্ত দেখতে চাই, কিন্তু ‘জঙ্গি নাটক’ দিয়েও আর কাউকে রেহাই দেওয়া হবে না।”
সারজিস আলম সতর্ক করে বলেন, এই দেশে সিভিল সোসাইটি নামে যারা দালালির চর্চা করেন, তাদের আর জনগণ গ্রহণ করবে না। আজ সময় এসেছে, একটি মৌলিক কাঠামো বদলের—একটি নতুন বাংলাদেশের সূচনার।






































