
সালাহউদ্দিন আহমেদ। ফাইল ছবি
বিএনপি কেবল কোনো আদর্শিক মেরুর প্রতিনিধিত্বকারী দল নয়, বরং এ দল গণমানুষের, বাংলাদেশপন্থী এবং মধ্যপন্থী—এমনটাই দাবি করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার রাজধানীর গুলশানে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “বিএনপি উত্তর কিংবা দক্ষিণমুখী কোনো দল নয়। আমরা বাংলাদেশপন্থী। রাজনৈতিক মতাদর্শে ভিন্নতা থাকতেই পারে, কিন্তু জাতীয় স্বার্থে সবাইকে এক টেবিলে আনার পরিবেশ তৈরিতে আমরা কাজ করে যাচ্ছি। এ জন্য সব মত ও পথের সঙ্গে আলোচনা চলছে।”
সরকারের সাফল্য-ব্যর্থতা প্রসঙ্গে সালাহউদ্দিন বলেন, নানা বাধা ও সীমাবদ্ধতা উপেক্ষা করে সরকার যেটুকু করেছে, হয়তো এর চেয়ে বেশি করা সম্ভব ছিল। জাতির প্রত্যাশা ছিল আরও বড়। বিশেষ করে আইন-শৃঙ্খলা রক্ষায় যে পদক্ষেপগুলো প্রয়োজন ছিল, তা নিতে সরকার ব্যর্থ হয়েছে।
নির্বাচন কমিশনকে বিএনপি যে চিঠি দিয়েছে, সে প্রসঙ্গে তিনি বলেন, এই চিঠির জন্য জাতি অপেক্ষায় ছিল। আমরা মনে করি, এতে সংস্কার ও বিচার প্রক্রিয়ার ক্ষেত্রে অগ্রগতি হয়েছে, যা আমাদের সন্তুষ্ট করেছে। ভবিষ্যতে দেশের অগ্রগতির জন্য প্রধান উপদেষ্টার ভিশনকে বিএনপি সমর্থন করবে। আশা করি, নির্বাচন পরিচালনার জন্য শিগগিরই প্রয়োজনীয় আইন-কানুন প্রণয়ন করা হবে।
নির্বাচনের সময় সেনাবাহিনীর ভূমিকার কথা তুলে ধরে সালাহউদ্দিন বলেন, নির্বাচনকালীন নিরাপত্তায় সেনাবাহিনীকে মূল দায়িত্বে রাখতে হবে। যদিও পুলিশের কাঠামো রাতারাতি বদলানো সম্ভব নয়, তবে জনগণ যখন স্বচ্ছ নির্বাচনের পক্ষে থাকবে, তখন আইন-শৃঙ্খলা বাহিনীর ভূমিকা গৌণ হয়ে যাবে। কারণ, জনগণ ও প্রার্থীদের মানসিকতা তখনই হবে ইতিবাচক।
জোট গঠনের সম্ভাবনার বিষয়ে প্রশ্নের জবাবে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, তফসিল ঘোষণার আগ পর্যন্ত যে কোনো সমমনা রাজনৈতিক দলের সঙ্গে জোট হতে পারে। তবে এখনও এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।






































